Kultali, South Twenty Four Parganas | Aug 27, 2025
কুলতলীর ব্যস্ততম এই কৈখালী রাস্তায় প্রতিনিয়ত বাইকের দৌড়ে ঘুম ছুটেছে এলাকাবাসীদের। বেপরোয়া বাইক চালকরা দিনের পর দিন ঘোটাচ্ছে বিপদ । কুলতলী থানার পুলিশ বারেবারে সতর্ক করলেও হুস ফিরছে না এই সমস্ত বেপরোয়া বাইক চালকদের। তারই পরিণতি এই যুবকের। চিকিৎসাধীন জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা ও চলছে।