এস এস সি র অযোগ্যদের তালিকায় বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ের নাম । সাম্প্রতিক এসএসসি যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় নাম রয়েছে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মন্ডলের মেয়ের নাম। মেয়ের নাম অযোগ্যদের তালিকায় থাকা প্রসঙ্গে আজ দুপুর দুটো নাগাদ বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মন্ডল জানিয়েছেন।