মাতাবাড়ি বিধানসভার বিধায়ক অভিষেক দেবরায়ের উদ্যোগে তীর্থযাত্রীরা বারাণসীর তীর্থযাত্রা সম্পন্ন করেন। বিধায়ক নিজ খরচে তাদের এই ভ্রমণের ব্যবস্থা করেন। তীর্থধাম ভ্রমণ শেষে তীর্থযাত্রীরা নিজ গৃহে ফেরার পর তাদের উদ্যোগে আয়োজিত বৈষ্ণব সেবা অনুষ্ঠানে অংশ নেন বিধায়ক অভিষেক দেবরায়।