আজ ফতেহা দোয়াজ দহাম।নবী হজরত মুহাম্মদ এর জন্মবার্ষিকী, এক কথায় বিশ্ব নবী দিবস। দিনটি মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। সারা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলার জেলাতেও পালিত হল মহা সমারহে। এদিন বাঁকুড়ার কেঠারডাঙ্গা মসজিদগোড়া থেকে একটি জৌলুস আকারে বর্ণাঢ্য প্রভাতফেরি বার হয়। এই প্রভাত ফেরীতে মুসলিম ধর্মপ্রাণ মানুষ পা মেলান এর পাশাপাশি দেখা যায় কচিকাঁচাদেরও উপস্থিতি। এই শোভাযাত্রা ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। এই বর্ণাঢ্য শোভাযা