Basirhat 2, North Twenty Four Parganas | Aug 27, 2025
ঘটনাটি বুধবার দুপুর বারোটা নাগাদ বসিরহাট ২ নম্বর ব্লকের *কচুয়া* গ্রাম পঞ্চায়েতের *মোকামপুর* স্কুলের ঘটনা ।*ক্যাম্পের সভাপতি নির্বাচন নিয়ে উত্তেজনা হাতাহাতি। আজ এখানে পাড়ায় সমাধান ক্যাম্পে সভাপতি নির্বাচন নিয়ে উত্তেজনা তৈরি হয় । সিপিএমের পক্ষ থেকে অভিযোগ-উপস্থিত যারা ছিল তাদের মধ্যে হাত তুলে সভাপতি নির্বাচনের সময় CPM এর পক্ষে ১০৫ একজন হাত তোলে অন্যদিকে তৃণমূলের ৬৫ জন হাত তোলে ।সিপিএমের বেশি থাকা সত্ত্বেও সিপিএমের পক্ষে সভাপতি হতে বাধা দেয় তৃণমূলের