ধলাই জেলার গঙ্গানগরের ১৯ মাইল এবং ২২ মাইল জনজাতি অধ্যুষিত দুটি গ্রামের বাসিন্দারা আজ সকালে আমবাসা-গন্ডাছড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘদিনের পানীয় জল ও বিদ্যুতের সমস্যার দ্রুত সমাধানের দাবিতে এই অবরোধ করা হয়।আজ সকাল নাগাদ দুটি গ্রামের কয়েকশো বাসিন্দা একত্রিত হয়ে সড়কে বসে পড়েন। এর ফলে আমবাসা থেকে গন্ডাছড়ার দিকে যাওয়া সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকারীদের অভিযোগ, একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি।