সোমবার দিন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসির বাড়ি সাঁইথিয়াতে হানা দেয় ED আধিকারিকরা। আর সেই প্রসঙ্গেই সিউড়িতে সোমবার দিন একাধিক বক্তব্য দিলেন বীরভূম জেলা সিপিআইএম নেতা দীপঙ্কর চক্রবর্তী। এদিন তিনি বললেন ভোটের আগে ED কিছু কাজ করছে এই দেখাবার জন্যই এই হানা বলেই জানান।