Bhangar 1, South Twenty Four Parganas | Aug 21, 2025
মুশলধারা বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার বিকাল চারটে নাগাদ এলাকার পর্যবেক্ষক শওকাত মোল্লার নির্দেশ মত তাড়দহ অঞ্চলের গ্ৰাম বাসীদের হাতে নারকেল চারা গাছ তুলে দিলেন তাড়দহ গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা মন্ডল।এদিন প্রচুর মানুষ এই প্রবল নিম্নচাপকে উপেক্ষা করে চারা গাছ নেওয়ার জন্য উপস্থিত হন।