কুলতালির মৈপিঠ কোষ্টাল থানার ভুবনেশ্বরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায়। এবং চারিদিকে আগাছায় পরিপূর্ণ। ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না এলাকার মানুষজন। তানিয়ে বিস্ফোরক মন্তব্য সিপিআইএম কুলতলী এরিয়া কমিটির সম্পাদক উদয় মন্ডল। তিনি কি জানালেন শুনুন।