শুক্রবার দিন কৌশিকী অমাবস্যা উপলক্ষে সিউড়ির নতুন ডাঙ্গাল পাড়াতে কল্যাণ সংঘ ক্লাবের কালীমন্দিরে বিশেষ পুজো অর্চনা আয়োজন করা হয়েছে। পুজো দিতে ভিড় বিভিন্ন জায়গার মানুষজন। নিয়ম রীতি মেনেই প্রত্যেক বছরের ন্যায় এ বছরও সেই পুজো শুরু হয়েছে কালীমন্দিরে।