Basirhat 1, North Twenty Four Parganas | Sep 12, 2025
বসিরহাট জেলা হাসপাতালে স্বাস্থ্যের বেহাল অবস্থা। হাসপাতালে ব্লাড ব্যাংকে নেই পর্যাপ্ত রক্ত। একাধিক দাবি নিয়ে ডেপোটেশন দিল বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই। শুক্রবার বিকাল তিনটা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট 1 নম্বর ব্লকের বসিরহাট থেকে মিছিল করে বসিরহাট হাসপাতালে সামনে এসে পৌঁছায়। সেখান থেকে DYFI এর পাঁচ প্রতিনিধি দল দ্বারা বসিরহাট জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক অর্থাৎ CMOH এর কাছে লিখিত আকারে একটি ডেপুটেশন জমা দেন।