৫ সেপ্টেম্বর বিশ্বনবীর জন্মদিন পালন উপলক্ষে শিলচর ঘানিয়ালা মসজিদে মওলানা সাকির আহমেদের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটির এক সভা আয়োজিত হয়। সোমবার বিকাল ৫ টায় জানা গেছে, বিশ্ব নবীর জন্ম দিনে এক শান্তি মিছিল বের করা হবে। মিছিলটি পায়ে হেটে শিলচরসাড়ে চার মাইল থেকে শুরু হয়ে রৌজা মসজিদে এসে সমাপ্ত হবে। শান্তি মিছিলে কোন সাউন্ড সিস্টেম মান্য করা হবেনা