আমরা নারী আমরাও পারি, দেখিয়ে দিলেন মহিলা পুলিশ কর্মীরা, তারা একাই ১০০। ঘটনাটি গত ১২.০৮.২০২৪ তারিখে, অভিযোগকারীর মেয়ে, বাড়ি ছেড়ে চলে যান এবং আর ফিরে আসেননি। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অভিযোগকারী সন্দেহ করেন যে, দক্ষিণ ২৪ পরগনা, কুলপির আতমোসিদ থেকে আসা ইউসুফ হালদারের ছেলে মফিজুল হালদার তার মেয়েকে অপহরণ করে গোপন জায়গায় আটকে রেখেছে।সেই লিখিত অভিযোগের ভিত্তিতে, অভিযুক্ত, মফিজুল হালদারের সন্ধানে নামে নাকাশিপাড়া থানার পুলিশ।