Swarupnagar, North Twenty Four Parganas | Sep 12, 2025
আজ সকাল সাড়ে দশটা নাগাদ সরুপনগর ব্লকের বাঁকাড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গলদা বাবলাতলা সংলগ্ন এলাকায় বসিরহাট তেতুলিয়া রোডে ১০ বছরের এক শিশু ট্রাকের আঘাতে ঘটনাস্থলে মারা যায়। এই ঘটনা কেন্দ্র করে স্থানীয় ছুটে আসে গাড়ি ও মৃতদেহ সামনে রেখে দফায় দফায় অবরোধ চলছে |স্থানীয়দের দাবি এই রোডের উপরে পুলিশের কর্মীরা চাঁদা তুলে আর তার থেকে বাঁচতেই লড়িগুলো দ্রুত গতিতে ছুটে যায় যার ফলশ্রুতিতে এই মৃত্যু তারা এই জঘন্য ঘটনার প্রতিকার দাবিতে দফায় দফায় অবরোধ