আইনি সচেতনতা শিবির কাশীপুরে।বিনা খরচে আইনি সাহায্য দেওয়ার লক্ষ্যে কাশীপুর ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক কনফারেন্সে হলেন আয়োজিত হল আইন সচেতনতা শিবির।শনিবার বিকাল সাড়ে তিনটার সময় কাশীপুর ব্লকের ১৩ টি অঞ্চলের প্রধান উপপ্রধান সহ কাশীপুর পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যদের নিয়ে আয়োজিত হয় শিবির।কি কি বিষয়ে আইনী সাহায্য পাওয়া যাবে সেই সমস্ত বিষয় নিয়েও আলোকপাত করেন জেলা আদলতের আইনজীবীরা।উপস্থিত ছিলেন কাশীপুর বিডিও সুপ্রীম দাস, কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা নাগ সহ