বুধবার দেন মহানবমী উপলক্ষে সিউড়ির একাধিক দুর্গা পূজার মন্ডপ গুলিতে নিয়ম রীতি মেনেই পুজো শুরু হয়েছে। পুজো দিতে উপস্থিত বিভিন্ন জায়গার মানুষজন বিভিন্ন দূর্গা পূজার মন্ডপ গুলিতে। নবমীর পূজা উপলক্ষে একাধিক দূর্গা পূজার মন্ডপ গুলিতে ভোগ রান্না শুরু হয়েছে।