Barrackpur 2, North Twenty Four Parganas | Sep 4, 2025
রাস্তাঘাটে এখন প্রায় মোটরবাইকের বিকট আওয়াজ এ তিতি বিরক্ত পথ চলতি মানুষ। এর কারণ বাইকের আধুনিক অবৈধ সাইলেন্সার পাইপ। আর এবার মোটর বাইকের বিকট আওয়াজ রুখতে অবৈধ মডিফাই সাইলেন্সার পাইপ খোলার অভিযানে নামলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। আজ সোদপুর সাব ট্রাফিক গার্ড এর পক্ষ থেকে অভিযান চালিয়ে এরকমই একটি বাইক আটক করে, তার সাইলেন্সার পাইপ খুলে দেওয়া হল। সোদপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর কুমারেস ঘোষ জানান এই ধরনের মডিফাই সা