কুলাই নবগ্রাম এলাকার প্রাক্তন শিক্ষক শ্রী বিদ্যা দেববর্মার নগদ টাকা হারানোর ঘটনা নিয়ে চাঞ্চল্য। গতকাল বিকেল প্রায় ৪টার সময় তিনি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে কুলাই হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথে একটি মিষ্টির দোকানে যাওয়ার সময় অসাবধানতাবশত তাঁর সঙ্গে থাকা নগদ **৩,৫০০ টাকা রাস্তায় পড়ে যায়** বলে জানা গেছে।