কাশীপুরে সাংগঠনিক বৈঠক তৃণমূলের।মঙ্গলবার রাত্রী সাড়ে আটটার সময় কাশীপুর থানার বাঁশরয়া গ্রামে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক।সোনাইজুড়ি অঞ্চলের বাঁশরয়া বুথের বুথ সভাপতি সহ বুথের কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথকে মজবুত করার লক্ষ্যে এবং পাড়ায় সমাধানে বুথের উন্নয়ন সঠিক ভাবে রূপায়ণ করতে এই বৈঠক বলে জানান তৃণমূল নেতৃত্ব।উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব।