ফের আতঙ্কে অমরপুর বামপুর এলাকার বাসিন্দারা। গতকাল রাতে ভাড়ি বৃষ্টিপাতের ফলে অমরপুর বামপুর এলাকা অর্থাৎ অমরপুর থেকে তেলিয়ামুরা যাওয়ার মূল সড়কে জলে প্লাবিত হইয়ে পড়ে। সকাল থেকে বন্ধ হয়ে পড়ে যান চলাচল, দেখা যায় স্থানীয় কিছু যুবক ওই সড়কে যাতায়াত করা মানুষদের কলা গাছের বুরের মাধ্যমে পারাপার করিয়ে দিচ্ছে । পাশাপাশি ওই এলাকার কৃষকদের কৃষি জমিতে জল প্লাবিত হয়ে পড়ে বলে জানান।