Bhangar 1, South Twenty Four Parganas | Aug 31, 2025
পাখির চোখ ২৬ শের বিধানসভা নির্বাচন।তার আগে বুথ স্তর থেকে কমিটি ঢেলে সাজাতে তৎপর ভাঙ্গড় তৃণমূল কংগ্রেস।ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নির্দেশে রবিবার রাত ন'টা নাগাদ তাড়দহ অঞ্চলের সোনাটিকারির বুথ কমিটি নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং করলেন ভাঙ্গড় এক নম্বর ব্লক ও বানতলা লেদার কমপ্লেক্স আই এন টি টি ইউ সির সভাপতি ও তাড়দহ অঞ্চল এক নম্বর পার্টের সাংগঠনিক সভাপতি রাকেশ রায় চৌধুরী।