বৃহস্পতিবার শুরু হয়েছে গোমতী জেলা ভিত্তিক স্কুল স্পোর্টস কম্পিটিশন। গোমতী জেলার স্পোর্টস কমপ্লেক্স মাঠে এই খেলার উদ্বোধন করেন গোমতী জেলার জিলা সভাধিপতি দেবল দেব রায়। এছাড়া ও উপস্থিত ছিলেন গোমতী জেলা ক্রীড়া অদিকর্তা বণজিৎ বাগচী, উদয়পুর পৌর পরিষদের সদস্য রেজা হোল হুসেন ও অনয় গোপ সহ দপ্তরের আধিকারিক গন। গোমতী জেলার তিনটি মহকুমা থেকে ১৪ বছরের নীচে বালক - বালিকাদের ফোটবল এবং যোগা ১৪-১৭-১৯ বছরের ১৫ জন করে কম্পিটিশন অনুষ্ঠিত হবে।