দেখলে মনে হবে যে গ্রামের মানুষ এনরেগার কাজ করছে। কিন্তু বাস্তবে তা নয়। গ্রামে ২০১৯ -২০ অর্থবছরে সরকার এই গ্রামের মানুষের চলাচলের সুবিধার জন্য সিসি রোড দিয়েছিলো।ব্যায় বরাদ্দ প্রায় দুইকোটি টাকা। সরকারতো দিয়েছে ঠিকই। কিন্তু কাজের দায়িত্বপ্রাপ্ত বাস্তুকারের দুর্নীতির কারণে আজও রাস্তার কাজ সমাপ্ত হয়নি। এই রাস্তার কাজটি দেওয়া হয়েছিল দূর্গাচৌমুহনি আর ডি ব্লক 'র অধীন উত্তর হালহালি পঞ্চায়েতে।