তৃণমূলের প্রধানের গ্রামের রাস্তা ঢালাই হচ্ছে রাতের অন্ধকারে পচা পাথর ও ছাই দিয়ে।খোদ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজেই দলের পেটুয়া ঠিকাদারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ঢালাই কাজ করছে এমনই বিস্ফোরক মন্তব্য বিজেপির কাশীপুর বিধানসভার কনভেনার বিরিঞ্চি মাহাতর।অভিযোগ,বুধবার গভীর রাত্রে কাশীপুর ব্লকের সিমলাধানেড়া গ্রাম পঞ্চায়েতের ডমনকিয়ারী গ্রামে রাস্তা ঢালাই করছে পচা পাথর,ছাই ও নামকাওয়াস্তে সিমেন্ট দিয়ে।বিজেপি নেতা বিরিঞ্চি ম