আজ বিকেলে রাইমাভ্যালীর পঞ্চরতন এডিসি ভিলেজে তিপ্রা মথা দলের উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই সভায় বিজেপি, সিপিএম এবং আইপিএফটি— এই তিনটি রাজনৈতিক দল থেকে মোট ৯টি পরিবারের ১৯ জন ভোটার তিপ্রা মথা দলে যোগ দেন। তিপ্রা মথা-র সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনসমর্থন সম্প্রসারণের ক্ষেত্রে এই যোগদান একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।