কুলতলীর মেরিগঞ্জ ২ নম্বর অঞ্চলের ডোঙ্গাজোড়ার এক কিশোর গতকাল রাতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন কুলতলী থানায় খবর দিলে কুলতলী থানার পুলিশ দেহটি নিয়ে আসে জয়নগর কুলতলী গ্রামীন হাসপাতালে। পরে নিজেদের হেফাজতে নিয়ে আজ সকালে তার মৃতদেহটি মর্গে পাঠায় । কিভাবে এই কিশোরের মৃত্যু হলো তার তদন্ত শুরু করছে কুলতলি থানার পুলিশ।