Swarupnagar, North Twenty Four Parganas | Aug 28, 2025
লাগাতার বৃষ্টি সাথে ইছামতির জল বাড়ায় সেই জল নব্যতা রাশের ফলে দুই কুল ছাপিয়ে পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়ে পড়েছে ।ইছামতির দক্ষিণ তীরে স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরুণীপুর গ্রাম পাশেই তরীপুর বাস স্ট্যান্ড উল্টোদিকে গাইঘাটা ব্লকের বেড়ি গোপালপুর সেখানেও একটি বাস স্ট্যান্ডসহ স্থানীয় বাজার যা কোথাও হাঁটু সমান কোথাও মাজা সমান জল ভোগান্তির শিকার স্থানীয় দোকানদার থেকে শুরু করে নিত্যযাত্রীসহ পড়ুয়ারা |এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা না