মদ্যপ অবস্থায় বনগাঁ হাসপাতালে ঢুকে কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে মারধর, গ্রেফতার তিন । রবিবার রাতে বনগাঁ মহকুমা হাসপাতালে ঢুকে কর্তব্যরত সিকিউরিটিকে মারধরের অভিযোগ উঠল এক মহিলা সহ পাঁচ জনের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ, পুলিশ গিয়ে তিন ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের আজ দুপুর একটা নাগাদ বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।