বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হল কাছাড় জেলার দুধপাতিল এলাকায় । বৃহস্পতিবার বিকাল ৫ টায় জানা গেছে,দুধপাতির ষষ্ঠ খণ্ডে স্থানীয়রা দেখতে পান যুবকের মৃতদেহ বৈদ্যুতিক লাইনের নীচে পড়ে রয়েছে।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে প্রেরণ করে।