Basirhat 1, North Twenty Four Parganas | Aug 26, 2025
আজ মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচি ছিল বর্ধমান । সেই কর্মসূচি মঞ্চ থেকে জনমুখী প্রকল্পের সূচনা করেন। তার মধ্যে ভূমি হীনদের পাট্টা প্রদান কর্মসূচি ছিল । সেই উপলক্ষে বসিরহাট রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় একটি ভার্চুয়াল কর্মসূচি । মুখ্যমন্ত্রী যে পাট্টা বিলি করলেন তার মধ্যে বসিরহাট মহকুমায় ৮১৩ টি জমির পাট্টা বিলি হলো যাতে উপকৃত হবে ১৫০১ জন ভূমিহীন বেনিফিসারি ।মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বসিরহাট রবীন্দ্রভবনে পাট্টা তুলে দেয় বসিরহাটের বিভিন্ন বিধায়ক এবং উত্তর ২৪ পরগ