টানা বৃষ্টি এবং ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে জল ছাড়ার ফলে ফের সুবর্ণরেখা নদীর ভয়াবহ ভাঙ্গনের কবলে গোপীবল্লভপুর ২ ব্লকের মালঞ্চা গ্রামের নদী তীরবর্তী এলাকা।ফুলে ফেঁপে ওঠা সুবর্ণরেখার জলে একে একে তলিয়ে যাচ্ছে পাকা বাড়ি থেকে শুরু করে মানুষ চলাচলের রাস্তা। সুবর্ণরেখা নদীর জলের তলায় তলিয়ে যাওয়ার মুহূর্তে একটি কালচার সেন্টার।ওই কালচারাল সেন্টারে একটি পোষ্ট অফিস চলত যেটি ইতিমধ্যে সরিয়ে নেয়ার হয়েছে বলে খবর।