নাকাশিপাড়া বেথুয়াডহরি দেশবন্ধু স্মৃতি পাঠাগারে আজ অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী এই সম্মানিত উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র , নাকাশীপাড়ার বিধায়ক তথা রাজ্য খাদি বোর্ডের চেয়া।রম্যান কল্লোল খাঁ, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, নদীয়া উত্তর যুব তৃণমূল সভাপতি অয়ন দত্ত, ও সহ সভাপতি গন, এছাড়া ও জেল পরিষদের সদস্য ও সদস্যা, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি সহ সকল স্তরের তৃণমূল কর্মীগণ।