জানা যায় আগামী ২৭ শে আগস্ট বিশালগড় বিজেপি মন্ডলের উদ্যোগে গণেশ পূজা আয়োজন করা হবে। বৃহস্পতিবার সকালে গনেশ পূজা খুঁটি পূজা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশালগড় বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি তপন দাস, বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতি চেয়ারপার্সন অতসী দাস সহ অন্যান্যরা।