আড়াই ফুট উচ্চতা নিয়ে জীবন সংগ্রামে এগিয়ে চলেছেন রূপালী। মাত্র আড়াই ফুট উচ্চতা, কিন্তু তার জীবনের লক্ষ্য অনেক বড়,শিক্ষিকা হতে চান রুপলী।হুড়ার বাদিন্দা রূপালী মণ্ডল ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক পাস করে হুড়া ব্লকের লালপুর মহত্মা গান্ধী কলেজে এডুলেশন নিয়ে ভর্তি হয়েছেন।স্নাতক ডিগ্রি অর্জন করে লক্ষ্য শিক্ষিকা হওয়ার। রবিবার সংবর্ধনা দেওয়া হয়ছে একটি সংগঠন থেকে ।এইদিন হুড়া থেকে বিকাল সাড়ে পাঁচটার সময় রুপালী মন্ডল কি বললেন আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।