১৮/৮/২৫ এর ঘটনায় অবশেষে অস্ত্র আইনে বেলিয়াবেড়া থানার পুলিশের হাতে গ্রেফতার হল অভিযুক্ত কেষ্ট দলাই। গ্রেফতার ব্যক্তিকে বিচারের জন্য শনিবার ঝাড়গ্রাম জেলা আদালতে পাঠাল পুলিশ। উল্লেখ্য, গতমাসের ১৮ তারিখ বেলিয়াবেড়া থানা এলাকার একটি স্কুলে এক শিক্ষককে বন্ধুক দিয়ে গুলি করার চেষ্টা করে কেষ্ট দলাই এর ছেলে দশম শ্রেণীর ছাত্র।ঘটনায় ওই ছাত্রকে আটক করে পুলিশ। পুলিশের তদন্তে জানা যায় ছাত্রটি তার বাবার বন্ধুক স্কুলে নিয়ে এসেছিল