Basirhat 2, North Twenty Four Parganas | Sep 1, 2025
বিরাট দু'নম্বর ব্লকের মাটিয়া থানার অন্তর্গত উত্তর দেবীপুর এলাকার বাসিন্দা দুই ভাই রফিকুল আলী ও জাফর আলী। ক্যাটারিং এর কাজ করতে হরিয়ানায় গিয়েছিল দু'মাস আগে । কিন্তু হঠাৎই এক সপ্তাহ আগে হরিয়ানা পুলিশ তাদের ধরে নিয়ে যায় । একবারই বাড়ীর সাথে তারা কথা বলতে পেরেছিল । তারপর থেকেই মায়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তাদের । সোমবার রাত তিনটা নাগাদ মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন শুধু বাঙালি হবার কারণে তাদেরকে আটকে রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখানো