Barrackpur 2, North Twenty Four Parganas | Oct 4, 2025
ব্যারাকপুর মহকুমার ১২টি দুর্গাপূজো কমিটিকে নিয়ে আয়োজিত হতে চলেছে ব্যারাকপুরে পুজোর কার্নিভাল শনিবার সেই কার্নিভাল উপলক্ষে কার্নিভাল স্থল পরিদর্শন করলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস টিটাগড় থানার পুলিশ। চলতি বছর ১২টি দুর্গাপূজো কমিটি অংশগ্রহণ করতে চলেছে আর পূজো কার্নিভালে বলে জানান ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস।