*স্বাধীনতা দিবসে ভিন্ন উদ্যোগ,প্রশাসনের অপেক্ষা না করে নিজেরাই মেরামত করলেন বেহাল রাস্তা* *বাঁকুড়া, কোতুলপুর*:-প্রশাসনকে বারবার জানিয়েও কোনও পদক্ষেপ না নেওয়ায় অবশেষে নিজেরাই সমাধানের পথ বেছে নিলেন বাঁকুড়ার কোতুলপুরের ইলেভেন বুলেটস ক্লাবের সদস্যরা। ৭৯তম স্বাধীনতা দিবসে শুধু জাতীয় পতাকা উত্তোলন বা প্রভাতফেরি নয়, সামাজিক দায়বদ্ধতা পালনকে অগ্রাধিকার দিয়ে তারা মেরামত করলেন ভদ্রপাড়া যাওয়ার বেহাল রাস্তা। একসময় কাঁচা থাকা এই রাস্তা পরে কংক্রিটে তৈরি হলেও সম্প্