Swarupnagar, North Twenty Four Parganas | Sep 11, 2025
উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া উচুপোলের ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল দুপুর আড়াইটা নাগাদ ১০,বছরের চতুর্থ শ্রেণীর ছাত্রী জান্নাতুল খাতুন ও আয়েশা খাতুন সেই সময় ১০৭ ম্যাক্স গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ছাত্রীকে পিষে দেয় ঘটনাস্থলে মৃত্যু হয় জান্নাতুনের। গুরুতর জখম আয়েশার তারপর গিয়ে কাঠের গুদামে চারচাকা গাড়িটি ধাক্কা মারে উল্টে যায় চালক ও খালাসী গুরুতরে জখম হয়। তিনজনকে সারাফুল নির্মাণ গ্রামীণ হাসপ