ধলাই জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার ১৬টি মোবাইল, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর ধলাই জেলায় প্রতি বছর একাধিক মোবাইল ফোন চুরি ও হারানোর অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ধলাই জেলা পুলিশের সাইবার সেল প্রতিটি মামলাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে এবং ধারাবাহিক ভাবে হারানো ফোন ট্র্যাক করে উদ্ধার করছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে আজ বিকেলে ধলাইয়ের এসপি অফিসে এক অনুষ্ঠানে মোট ১৬টি উদ্ধার হওয়া মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।