আজ সন্ধ্যায় রাইমাভ্যালী বিধানসভার অন্তর্গত বদন্যা পাড়াতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মণ্ডলের উদ্যোগে একটি যোগদান সভার আয়োজন করা হয়। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ৩টি পরিবারের ৯ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বিজেপির মণ্ডল সভাপতি ধন্য মানিক ত্রিপুরা, জনজাতি মোর্চার ধলাই জেলা কমিটির সম্পাদক মধু কুমার ত্রিপুরা, বুথ সভাপতি বিজয় সিং ত্রিপুরা এবং অন্যান্য স্থানীয় নেতৃত্ব।