আগামী দিনে মাঝি সেমিনার তৈরি করার জন্য বিশেষ বৈঠকের আয়োজন করল ভারত জাকাত মাঝি পারগানা মহল এর বেলাকাঠিয়া মুলুক গড়। এদিন মুলক গড়ের ছাতিনাশোল মুলুক বডি ও পীড় বডি নিয়ে এই বৈঠক হয়।মুলত সংগঠনের আগামী কর্মসূচি স্থির করা এবং মাঝি সেমিনার নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পারগানা ধাঙ্গা হাঁসদা।