আমবাসা ব্লকের অন্তর্গত সাড়ে চার মাইল এলাকার লাখারাই পারার রাস্তাটি দীর্ঘদিন ধরেই করুণ অবস্থায় পড়ে আছে। বিগত বহু বছর ধরে এ রাস্তার কোনো সংস্কারকাজ হয়নি। এই রাস্তাটি পুষ্পোরাম ও দবরাম গ্রামের সংযোগকারী একমাত্র রাস্তা । স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে হোক বা দৈনন্দিন কাজে, এমনকি বাজারের সামগ্রী আনার ক্ষেত্রেও এই রাস্তা দিয়ে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয়।