ঘটনাটি ঘটেছে নদীয়ার বেথুয়াডহরি ১২ নম্বর জাতীয় সড়কে লাইব্রেরীর উল্টোদিকে। ট বাজারে সামনেের ফল বাজারে। মহাপ্রভুর রোড দিয়ে একটি মাছেরগাড়ি আসছিল জাতীয় সড়কে উঠবার জন্য। ঠিক সেই মুহূর্তে একটি ট্রাক বারুইপুর থেকে নলহাটি যাচ্ছিল পাথর আনতে। ঘুমের ঘোরে ছিল ড্রাইভারের। আচমকার নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয় ওই মাছের গাড়ির সাথে। মাছের গাড়িতে ধাক্কা খেয়ে ট্রাকটি ফল বাজারের মধ্যে ঢুকে যায়। মাছের গাড়িটি সরাসরি ডিভাইডারের গার্ডওয়ালা ধাক্কা মারে ।