শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান'।বুথে বুথে সেই আমাদের পাড়া আমাদের সমাধান'কর্মসূচি সফল করতে বিশেষ বৈঠকের আয়োজন করল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপশিয়া অঞ্চল তৃণমূল। শনিবার রাত্রে তপশিয়া গ্রামে হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন ঝাড়গ্ৰাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র,ব্লক সভাপতি টিঙ্কু পাল,অঞ্চল তৃণমূলের সভাপতি শক্তিপদ করন।