Swarupnagar, North Twenty Four Parganas | Sep 8, 2025
শারদীয়া উৎসবকে সামনে নিয়ে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে স্বরূপনগর থানার পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় এলাকার পুজো কমিটিগুলির সাথে সাথে পুরোহিত ইমাম মোয়াজ্জেম কমিটির প্রতিনিধি সহ ব্লক প্রশাসনকে সাথে নিয়ে সোমবার দুপুর দুটো নাগাদ স্বরূপনগর পঞ্চায়েত সমিতির এসজিএসওয়াই সভা গৃহে সমন্বয় সভা অনুষ্ঠিত হলো |উপস্থিত ছিলেন স্বরূপনগর বাদুড়িয়া জোনের এসডিপিও অয়ন সাধু, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনসূয়া মন্ডল ,স্বরূপনগর ব্লকের বিডিও বিষ্ণুপদ রায়, সহ সর