সুন্দরবনের সেরা পর্যটন কেন্দ্র গড়ে ওঠা কুলতলির কৈখালী। আনুমানিক ২০ কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে কংক্রিটের নদী বাঁধ ,তিনটি জেটি, সুলভ শৌচাগার, যাত্রী প্রতীক্ষালয়, রংবাহারী আলো, নতুন রাস্তা নির্মাণ , পর্যটকদের বসার সিট সহ একাধিক সৌন্দর্যায়ন। সেই চিত্র আপনি দেখছেন আমাদের প্রতিনিধি ক্যামেরা থেকে ।