দিগতোড়ে ১৩২ বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজো আজও সমান জাঁকজমকে পালিত হয়। হরপার্বতী রূপে দেবী পূজিতা হন। বাংলার ১৩০১ সালে পুরুলিয়ার কাশিপুর মহারাজার অনুপ্রেরণায় রায় পরিবার এ পুজোর সূচনা করে। গ্রামের মাঝখানে চার মন্দির ঘিরে চারদিন ধরে চলে মহোৎসব। প্রায় কুড়ি বিঘা সম্পত্তি ও চাঁদা, সরকারি অনুদানেই পুজোর ব্যয়ভার বহন হয়। নবমীতে ৬০-৭০টি ছাগ বলি হয়, সঙ্গে থাকে অন্নভোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা। এই পুজো আজও গ্রামকে একসূত্রে বাঁধে।