মহাবিদ্যালয়ে সমস্ত বিষয়ে অলচিকি হরফে এবং সাঁওতালি ভাষায় শিক্ষা প্রদানের দাবিতে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এর কাছে ডেপুটেশন দিল আদিবাসী সামাজিক সংগঠন। বৃহস্পতিবার ভারত জাকাত মাঝি পারগানা মহল এর পক্ষ থেকে এই ডেপুটেশন কর্মসূচি হয়। সংগঠনের প্রাক্তন ঝাড়গ্রাম জেলা পারগানা ধাঙ্গা হাঁসদা এর নেতৃত্বে বেলাকাঠিয়া মুলুক গড়ের পক্ষ থেকে এই ডেপুটেশন কর্মসূচি হয়।