মুখ্যমন্ত্রীর ঘোষণা মত গত দুই আগস্ট থেকে শুরু হয়েছে গোটা রাজ্যজুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। সেইমতো আজ মুরারই এক নম্বর ব্লকের ডুমুরগ্রাম অঞ্চলের, তপনা জুনিয়র হাই স্কুলে আজ ২৩ শে আগস্ট শনিবার সকাল থেকে আয়েজিত হল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির।এদিন সকালে শিবির খুলতেই বিভিন্ন প্রকল্পের সুবিধে নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে আসেন সাধারণ মানুষ জনেরা। শিবিরে উপস্থিত ছিলেন মুরারই এক ব্লক প্রশাসনিক আধিকারিকরা।